শিরোনাম
স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা, বঙ্গবন্ধু মডেল ভিলেজ এর গ্রীন ফার্ম, মুশুদ্দি কল্যাণ কেন্দ্র এবং তনয় এগ্রো কমপ্লেক্স পরিদর্শন
বিস্তারিত
অদ্য ২১. ০৮.২০২৩ খ্রিস্টাব্দ তারিখ রোজ সোমবার অত্র দপ্তরের স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জনাব ডা: মো: রানা নিয়া, সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার,টাংগাইল, বিশেষ অতিথি ছিলেন জনাব ডা: মো: নুরুল ইসলাম, সম্মানিত উপপরিচালক(কৃত্রিম প্রজনন), টাংগাইল, জনাব ডা: আব্দুল মান্নান, সম্মানিত ভেটেরিনারি অফিসার,টাংগাইল, জনাব ডা: মো: শহিদুল ইসলাম, সম্মানিত ডিস্ট্রিক্ট ট্রেনিং অফিসার, টাংগাইল, জনাব ডা: মো: সোহেল রানা, সম্মানিত
অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, টাংগাইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ডা. মো. গোলাম মোর্শেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ধনবাড়ী, টাংগাইল।
মতবিনিময় সভায় লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধ, গবাদিপশুর জাত-উন্নয়নে সমস্যা এবং সমাধান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজকর্ম, পশুখাদ্য আইন, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। সভায় প্রাণিসম্পদ এর বিগতবছরের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করা হয়।
মতবিনিময় শেষে অতিথিগণ বঙ্গবন্ধু মডেল ভিলেজ এর গ্রীন ফার্ম, মুশুদ্দি কল্যাণ কেন্দ্র এবং তনয় এগ্রো কমপ্লেক্স পরিদর্শন করেন।