Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Director, Dhaka Division, DLS visited "Deshi Mithay" shop of LDDP PG, Dairy farm and attend a meeting
Details

অদ্য ০৪.১০.২০২২ খ্রিস্টাব্দ তারিখে জনাব ডা. নিলুফা বেগম, সম্মানিত পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, ঢাকা বিভাগ, ঢাকা, অত্র দপ্তর পরিদর্শনে আসেন। তিনি LDDP প্রডিউসার গ্রুপের নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠিত "দেশী মিঠাই" দোকান(মিল্ক ভ্যালু এডেড)এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।  তিনি ডেইরী ফার্ম পরিদর্শন করে বিভিন্ন সুবিধা - অসুবিধার কথা খামারিদের মুখ থেকে শোনেন। এরপর, কয়াপাড়া - খাসপাড়া দুগ্ধ উৎপাদনকারী দল এর সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ পরিদর্শনে সম্মানিত পরিচালক মহোদয় এর  সফরসংগী ছিলেন সম্মানিত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা ট্রেনিং অফিসার এবং অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা।

Attachments
Publish Date
04/10/2022
Archieve Date
05/10/2023