প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪” এর বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণীঃ
সভাপতিঃ মোস্তাফিজুর রহমান
উপজেলা নির্বাহী অফিসার
ধনবাড়ী, টাঙ্গাইল।
তারিখঃ ০৯/০৪/২০২৪ খ্রি.।
সময়ঃ সকাল ১১.১৫ ঘটিকা ।
স্থানঃ উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ।
সভায় উপস্থিত সদস্য বৃন্দের তালিকা পরিশিষ্ট ‘ক’ তে দেখানো হলো।
সভার শুরুতে সভাপতি অদ্যকার প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪’ এর বাস্তবায়ন কমিটির সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। অতঃপর সভাপতি প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪” এর বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত আলোকপাত করার জন্য সদস্য সচিবকে অনুরোধ জানান। সভাপতির অনুমতিক্রমে সদস্য সচিব উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদ প্রকল্প পরিচালক মহোদয়ের নিকট থেকে প্রাপ্ত প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪” এর বাস্তবায়ন সম্পর্কে অবহিত করেন।
সিদ্ধান্তঃ
১। ১৮ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ধনবাড়ী, টাঙ্গাইল এ “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪” অনুষ্ঠিত হবে।
২। প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস এবং প্রাণিসম্পদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হবে।
৩। ৭টি ক্যাটাগরীতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে এবং প্রত্যেক ক্যাটাগরীতে ১ম, ২য় ও ৩য় পুরস্কার প্রদান করা হবে।
৪। পুরস্কার প্রদানের লক্ষ্যে ৩/৫ সদস্য বিশিষ্ট একটি বিচারক কমিটি করা হবে।
৫। প্রদর্শনীতে সর্বাত্মক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
|
মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার ধনবাড়ী, টাঙ্গাইল। ও সভাপতি প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ বাস্তবায়ন কমিটি।
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS