Wellcome to National Portal
Main Comtent Skiped

Training Details
অদ্য ০৩.১২.২০২৩ খ্রিস্টাব্দ তারিখ, সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার, টাংগাইল অত্র দপ্তর পরিদর্শনে আসেন। এ সময় তিনি LDDP প্রকল্পের ফার্মার্স ফিল্ড স্কুল(নাথেরপাড়া ডেইরি পিজি), ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্প(নাথেরপাড়া) এবং নির্মাণাধীন Wet Market  পরিদর্শন করেন। 
পরিদর্শন শেষে তিনি অত্র দপ্তরের সকল সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। 
পরিদর্শনকালে, তিনি প্রাণিসম্পদ এর বিভিন্ন কাজকর্ম সুন্দরভাবে করার জন্য সকলকে ধন্যবাদ জানান। এই সেক্টরের(প্রাণিসম্পদ বিভাগ) কাজকর্ম আরো বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে, সময়মতো কৃত্রিম প্রজনন, টিকা প্রদান এবং উত্তম ব্যাবস্থাপনার উপর নজর দিতে বলেন।
জনাব ডা: মো: মাহবুবুল ইসলাম, সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার, টাংগাইল মহোদয় এর সফরসঙ্গী ছিলেন সম্মানিত জেলা ট্রেনিং অফিসার এবং অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, টাংগাইল।